Sunday 1 January 2012

তত্ত্বাবধায়কের বিকল্প ফর্মুলা বের করার পরামর্শ হাবিবুরের














ঢাকা, ৩১ ডিসেম্বর (আরটিএনএন ডটনেট)-- গ্রহণযোগ্য নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাদ দেওয়া হলে নতুন কোনো ফর্মুলা বের করার পরামর্শ দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান।

শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এথিক্স ক্লাবের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে তিনি এ পরামর্শ দেন।

হাবিবুর রহমান বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কোনো মার্যাদাশীল রাষ্ট্রে থাকতে পারে না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তৈরি করে যেভাবে সুপ্রিম কোর্টকে ধ্বংস করা হয়েছে, এটা কোনো আত্মমর্যাদাশীল দেশ গ্রহণ করেত পারে না।

বিকল্প ফর্মূলা কি হতে হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার চেয়ে মেধাবী, ধুরন্ধর, ক্ষুরধার মেধা সম্পন্ন অনেক লোক এদেশে রয়েছেন, তারা অবশ্যই একটি উপায় বের করে ফেলবেন।’

অপর এক প্রশ্নের জবাবে হাবিবুর রহমান বলেন, নির্বাচন বিশ্বাসযোগ্য হতে হবে। তবে নির্বাচন বয়কট হবে বলে মনে করেন না তিনি।

এ সময় তত্ত্বাবধায়ক সরকার বহালের চেয়ে গ্রহণযোগ্য নির্বাচন করাই চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন সাবেক এই প্রধান বিচারপতি।

উল্লেখ্য, নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে ১৯৯৬ সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। আর বর্তমান সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যেমে এটি বাতিল করে।

http://www.rtnn.net/details.php?id=41567&p=1&s=3